আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে টাইপোগ্রাফি / ক্যালিগ্রাফি কি ? টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি এগুলোর মধ্যে কি কোনো ভিন্নতা আছে কি ? কিভাবে করেন বা এগুলো শিখতে হলে কি করবো? এ বিষয় কোন টিপস আছেকি?
তাদের জন্য আজকের ব্লগ।
টাইপোগ্রাফি কি: Typography: শব্দের অর্থ >> বর্নের অলঙ্করণ সো আপনি আপনার ইচ্ছে মতো বর্ণ কে সাজাবেন আর সেটাই হবে টাইপোগ্রাফি। আর সেটা যদি সুন্দর একটা টেক্স ডিজাইন হয় তাহলে খারাপ কিসে?
অক্ষর সাজানোর কৌশলকেই টাইপোগ্রাফি বলে । সেটা হতে পারে, খুব সাধারণ ভাবে অক্ষর গুলোকে সাজানো অথবা চোখ ধাধানো পেঁচানো অক্ষরে লেখা । টাইপোগ্রাফি মূলত এই টাইপফেস গুলোকে বিভিন্ন ভাবে ব্যবহার করার পদ্ধতি। টাইপফেস এর উচ্চতা, প্রস্থ, রঙ, বিন্যাস, লাইনের মাঝে কতখানি ফাঁকা হবে ইত্যাদি ইত্যাদি এবং নতুন ধরনের টাইপফেস তৈরি করার পদ্ধতি সবই টাইপোগ্রাফি পাঠের অন্তর্ভুক্ত।
এক কথায় আমরা বলতে পারি টাইপোগ্রাফি হল অক্ষর কে সাজানোর বিভিন্ন কলাকৌশল।
✔ আমরা যে সাইন ইউজ করি এটা ও টাইপোগ্রাফি।
✔ টাইপোগ্রাফি হল অক্ষর কে সাজানোর বিভিন্ন কলাকৌশল। বিভিন্ন ধরনের অক্ষর কে বিভিন্ন পদ্ধতিতে সাজানোর বলে টাইপোগ্রাফি। ডিজাইনারদের কাছে খুবি পছন্দের একটি বিষয় হল এই টাইপোগ্রাফি। যেমন ধরুন আপনার নিজের নামটি লিখছেন। কিন্তু সোজা ভাবে না লিখে প্রথম অক্ষর টা একটু বড় করে লিখলেন, কিংবা প্রথম অক্ষর টার রং অন্যদের থেকে আলাদা করে দিলেন।কিংবা নামের প্রথম অক্ষরটা ঠিক রেখে বাকি গুলো পেঁচিয়ে পেঁচিয়ে একটি কলমের আকৃতিতে লিখলেন। লেখার এই কৌশল গুলোকে একত্রে টাইপোগ্রাফি বলা হয়
ক্যালিগ্রাফি: ক্যালিগ্রাফি হচ্ছে একটি বিশেষ ধরনের লেটারিং। যেটা সাধারণত ব্রাশ বা কলম দিয়ে একই স্টাইলে প্রতিটি অক্ষর লেখা হয়ে থাকে।
ক্যালিগ্রাফির প্রধান বিশেষত্ব হচ্ছে এর স্ট্রোক, অনেকটা প্যাঁচানো অক্ষরের মত করে একটানে লেখাই ক্যালিগ্রাফিকে স্বতন্ত্র করেছে অন্য সকল টাইপফর্ম থেকে। ক্যালিগ্রাফি সাধারণ হাতের লেখার মতোই সহজপাঠ্য হতেও পারে, আবার নাও হতে পারে।ক্যালিগ্রাফিতে প্রতিটি বর্ণ একই ধরণের হতে হয়। এই পদ্ধতির জন্য দরকার হয় বিশেষ ধরনের তুলি ও কলম|
লেটারিং: লেটারিং হচ্ছে একাধিক বর্ণের একটি পূর্ণাঙ্গ সংকলন, যেটা হাতে-কলমে কিংবা ডিজিটাল মাধ্যমেও তৈরি করা যায়।
অন্যদিকে লেটার এর ক্ষেত্রে প্রতিটা বর্ণ আলাদা ধরনের স্টাইলে কিংবা একই ধরনের স্টাইলে থাকতে পারে|লেটারিং এবং ক্যালিগ্রাফি মূলত একধরনের টাইপোগ্রাফি। তবে অনেক সময় লেটারিং এর ক্ষেত্রে বর্ণমালা ছাড়াও বিভিন্ন ধরনের আকার-আকৃতি এবং অন্যান্য সাজ সজ্জার উপাদান ব্যবহার করা হয়ে থাকে কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে একদম খাঁটি বর্ণমালার স্টাইল এবং বিন্যাস
আমাদের সঙ্গে থাকুন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে থাকবো। তাছাড়া আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনাদের চাহিদা মোটলিখার ও ভিডিও দেয়ার ট্রাই করবো,
টাইপোগ্রাফি , ক্যালিগ্রাফি, লেটারিং এ বিষয়ের উপরে ▶ ভিডিও দেখতে আমাদের চ্যানেল এ ঘুরে আসতে পারেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদের ভালো কিছু চ্যানেল এর লিংক দিবো যে গুলো দেখলে আপনারা টাইপোগ্রাফি , ক্যালিগ্রাফি, লেটারিং এগুলো ভালো করে শিখতে পারবেন।